Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

মালয়েশিয়া যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৫ মে ২০২৩

প্রিন্ট:

মালয়েশিয়া যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর

ফাইল ছবি

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী নেয়ার ক্ষেত্রে কোটা সুবিধা স্থগিত হলেও, সম্প্রতি বিভিন্ন খাতে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা। এবার বংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য সুখবর দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ন্যাশনাল ব্যাংকের মোবাইল রেমিট্যান্স অ্যাপ 'কিউ পে' উদ্বোধন করতে যান দেশটির বাংলাদেশ হাইকমিশ মো. গোলাম সারওয়ার। সেখানে তিনি জানান, দেশটির বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নেয়ার আবেদনের হার দ্বিগুণের বেশি বেড়েছে।

তিনি জানান, আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশ থেকে নতুন করে আরও ৩ লাখ কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন।

এ সময় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করাসহ নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা।

অনুষ্ঠানে, প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানান ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মেহমুদ হুসাইন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer