Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিটি নির্বাচনে প্রচারণার জন্য আওয়ামী লীগের ‘থিম সং’ উদ্বোধন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ১৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

সিটি নির্বাচনে প্রচারণার জন্য আওয়ামী লীগের ‘থিম সং’ উদ্বোধন

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য ‘থিম সং’ উদ্বোধন করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই থিম সং-এর উদ্বোধন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

থিম সং উদ্বোধনের আগে সেলিম মাহমুদ বলেন, আমাদের জয় বাংলা টিম থিম সংটির কাজ করেছেন। দুটি থিম সং একই রকম। তবে দৃশ্যায়নের কিছু পরিবর্তন করা হয়েছে। থিম সং এর মাধ্যমে ডিজিটালি আমরা প্রচারণা চালাতে পারবো। জানাতে পারবো আমাদের নগরীর উন্নয়নের কথা।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি উপস্থিত ছিলেন।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables