Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

ঢাকা : চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি তাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানকে দলীয় প্রার্থী মনোনিত করেছে।

বিএনপি চেয়ারপার্সনের গুলশাল কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডে নির্বাচন করতে আগ্রহীদের সাক্ষাৎকার নেয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনজন আমাদের দলের মনোনয়ন চেয়েছিলেন এবং তারা সবাই আমাদের গুরুত্বপূর্ণ নেতা। আমাদের মনোনয়ন বোর্ড আবু সুফিয়ানকে মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে, তিনি ২০১৮ সালের নির্বাচনেও আমাদের প্রার্থী ছিলেন।’

এ উপনির্বাচন বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘কমিশন যদি অন্তত এ নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে তাহলে নির্বাচন ব্যবস্থায় জনগণ কিছুটা হলেও আস্থা ফিরে পাবেন।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড চট্টগ্রামের তিন নেতা- আবু সুফিয়ান, মোশতাক আহমেদ ও এরশাদউল্লাহর সাক্ষাৎকার নেয়।আওয়ামী লীগ এ উপনির্বাচনে তাদের প্রার্থী হিসেবে সোমবার রাতে দলের চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিনকে মনোনিত করে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে খালি হওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি।ঘোষিত তফসিল অনুসারে, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত তা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।

গত ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাদল (৬৭)। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables