Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

আজকের উগ্রবাদ-জঙ্গিবাদ ইনুর কর্মকাণ্ডেরই প্রতিধ্বনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আজকের উগ্রবাদ-জঙ্গিবাদ ইনুর কর্মকাণ্ডেরই প্রতিধ্বনি: রিজভী

ঢাকা : বর্তমানে উগ্রবাদ-জঙ্গিবাদ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কর্মকাণ্ডেরই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসাথে তার বিচারও দাবি করেছেন এই বিএনপি নেতা। 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘ইনুদের মতো কিছু মানুষ যারা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের কারণেই আরও বেশি রক্ত ঝরেছে। অথচ প্রধানমন্ত্রী সেই হাসানুল হক ইনুকে (তথ্যমন্ত্রী) আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।’

‘আমার মনে হয়, তথ্যমন্ত্রী ইনুকে প্রধানমন্ত্রীর প্রশ্রয় দেয়ার অর্থই হচ্ছে, তার পিতার রক্তের সঙ্গে প্রতারণা করার শামিল’-বলেন বিএনপির এই নেতা।  

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যদি বায়াত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত হাসানুল ইনুর কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করি, আজকে যে উগ্রবাদ-জঙ্গিবাদ, এসব ইনুর কর্মকাণ্ডেরই প্রতিধ্বনি।’

বিভিন্ন অরাজক কর্মকাণ্ডে ইনুর জড়িত থাকার অভিযোগ তুলে তার বিচারও দাবি করেন রিজভী।

তিনি বলেন ‘বাহাত্তর থেকে পঁচাত্তর সালের কোনো এক সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইনুর নেতৃত্বে জাসদের কিছু লোক নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছোঁড়েন। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিতে জাসদের অসংখ্য নেতাকর্মীকে প্রাণ দিতে হয়। তাদেরকে প্রাণ দিতে হয় ইনুর কারণেই।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন সেটা তাদের দলের নেতাকর্মীদের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বাধীনতা-উত্তর সারা দেশে যে হত্যালীলা-ধ্বংসযজ্ঞ চলেছে সেখানে জাসদের একটি অংশের ভূমিকা রয়েছে।’

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জাসদকে একটি ‘হঠকারী’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুর হত্যার পরিবেশ তৈরীর জন্য জাসদকে দায়ী করেন। 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম