ফাইল ছবি
সংবিধান অনুযায়ী নির্বাচনের একটা সময়সীমা আছে। সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে আছে। কেউ তাদের বাইরে রাখেনি।আমরা গতকাল পর্যন্ত অনুরোধ করেছি। বারবার বলে যাচ্ছি। আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকুক। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই
বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে বিদেশি বন্ধন-ইন্ধন আছে। কোনো বিশেষ ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না।’
কাদের বলেছেন, যারা হামলা, অপকর্ম করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদের কি বিচার হবে না? জেল হবে না? যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিষয়ে তো বিদেশিরা পরিস্কার বক্তব্য দিয়েছিল।