Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩২, সোমবার ২৮ এপ্রিল ২০২৫

ইউক্রেনকে সামলানো কঠিন: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

ইউক্রেনকে সামলানো কঠিন: ট্রাম্প

ফাইল ছবি

শান্তি আলোচনার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা করা কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার কাছে মনে হচ্ছে শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন । শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে। এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কার্যত এ হামলার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, তিনি নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন কারণ ‘রাশিয়া যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনকে পুরোপুরি নিষ্পেষণ করছে।’

এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবার সুর বদলেছেন। তিনি বলেছেন, ভ্লাদিমির পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করতো। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি তাদের (ইউক্রেন) আগের চেয়ে আরও শক্ত আঘাত করছেন এবং সম্ভবত ওই অবস্থানে থাকলে অন্য যে কেউই এখন তাই করতো’

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer