Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

উগান্ডায় ভূমিধসে নিহত ৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

উগান্ডায় ভূমিধসে নিহত ৮

ফাইল ছবি

উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন। নগরের একটি আবর্জনার ভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

উগান্ডার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে।

রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুইজন শিশু। উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত তারা ১৪ জনকে উদ্ধার করেছে।

কিতেজি নামে পরিচিত আবর্জনার স্তূপটি রাজধানীর বর্জ্য ফেলার একমাত্র জায়গা। বহু বছর ধরে সেখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। গত কয়েকদিন ধরে উগান্ডায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়েছে। তবে এর আগে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer