Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিকদের বৈঠক সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ৩ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিকদের বৈঠক সোমবার

ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক সোমবার। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।

মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। তবে এবার একলা চল নীতিতে এগোচ্ছে আওয়ামী লীগ। এতে নাখোশ জোটের শরিকরা। এমন অবস্থায় জোটের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসতে চায়। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে কাল।

বর্তমান সংসদে মহজোটের আসন ১০টি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer