Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

আমীর খসরু ও স্বপন ছয়দিনের রিমান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

আমীর খসরু ও স্বপন ছয়দিনের রিমান্ডে

ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন ডিবির পরিদর্শক তরিকুল।

আদালতে দুজনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে এক পুলিশ সদস্যকে হত্যা মামলায় আমীর খসরুকে বৃহস্পতিবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। জহির উদ্দিন স্বপনকেও গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables