ছবি- সংগৃহীত
দৈনিক ইত্তেফাকের এক সংবাদিকের ওপর হামলা চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাজধানীর কাকরাইল মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, সকাল থেকেই বিএনপির সমাবেশ কাভার করছিলেন ইত্তেফাকের মাল্ডিমিডিয়া রিপোর্টার শেখ নাসের। বেলা ১টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় লাইভ করছিলেন নাছের। হঠাৎ তার ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। পরে আহত অবস্থায় অন্য সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করেন।
শেখ নাছেরকে হাসপাতালে নেয়া হয়েছে।