Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩১, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

প্রবীণ সাংবাদিক শীলাব্রত বড়ুয়া আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৬ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

প্রবীণ সাংবাদিক শীলাব্রত বড়ুয়া আর নেই

ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য, প্রবীণ সাংবাদিক শীলাব্রত বড়ুয়া মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকায় নিজ বাসায় মারা যান তিনি।তার মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী দুপুর ১২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

নোমানী লিখেছেন, শীলাব্রত বড়ুয়া দাদা আমাকে খুবই স্নেহ করতেন, নিখাদ ভদ্র একজন মানুষ তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশেই তিনি বসবাস করতেন। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক শীলাব্রত বড়ুয়া আর নেই। আজ ভোরে ঢাকায় নিজ বাসায় তিনি পরলোকগমন করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

নোমানীর স্ট্যাটাসে অনেকে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। ফারহানা মিলি নামে এক সাংবাদিক লিখেছেন, আহা! কত দিন দেখা হয়নি। এভাবে হুট করে চলে গেলেন! আমিও তার স্নেহধন্যদের একজন। পরপারে ভালো থাকুন, দাদা। 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer