Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩২, রোববার ১৯ অক্টোবর ২০২৫

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ২৮ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কানাডার মন্ট্রিয়ল থেকে ইয়াসিন মোহাম্মদ খান ফাহিম (২৬) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।স্থানীয় সময় বুধবার মন্ট্রিয়লের ডাউনটাউনের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফাহিমের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। গত তিন বছর ধরে সে মন্ট্রিয়লে বসবাস করছিল।

মন্ট্রিয়ল সিটি পুলিশ জানায়, কয়েকদিন ধরে চেষ্টা করেও তার বাবা-মা বাংলাদেশ থেকে ছেলে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং তারা বিষয়টি মন্ট্রিয়লে তার বন্ধুদের জানান। পরে ফাহিমের বন্ধুরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে পুলিশ জানায়, ইয়াসিন গত সোমবার মারা গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, ইয়াসিনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে কাতার এয়ার এর বিমান যোগে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানো কথা রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables