Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ৪ নভেম্বর ২০১৯

আপডেট: ১৯:৪৯, ৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ

ঢাকা : উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে।
আজ আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘন্টায় লঘুচাপের এলাকা আরো বুদ্ধি পেতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে।

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর আন্দামান সাগরে লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। এটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।