Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

‘পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়রোধে বেশি করে গাছ লাগান’

মো. মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়রোধে বেশি করে গাছ লাগান’

ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ অর্গানাইজেশন ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প ইয়ূথ এর উদ্যোগে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু জেলার ভেদভেদী এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সংগঠনের পরিচালক ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে সংঘঠিত পাহাড় ধ্বসের কথা উল্লেখ করে বলেন, এই প্রাকৃতিক দূর্যোগের পেছনে যে একাধিক কারণ রয়েছে তার মধ্যে নির্বিচারে বৃক্ষ নিধনের বিষয়টি জড়িত। তাই আমাদের সকলকে বেশী বেশী করে গাছ লাগিয়ে পরিবেশের বিপর্যয় রোধ করতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer