Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ঘূর্ণিঝড় ‌‘ভারদাহ’ : ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:০৯, ৮ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

ঘূর্ণিঝড় ‌‘ভারদাহ’ : ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঢাকা : বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ভারদাহ’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৩০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৫০ কি.মি. দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১২৫৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কি.মি.’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer