Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

ঢাকায় ৬ ঘণ্টায় ঝরেছে ২৭ মিলিমিটার বৃষ্টি : রাতেও ভারি বর্ষণের আভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ১৭ জুন ২০২৫

আপডেট: ২২:৩০, ১৭ জুন ২০২৫

প্রিন্ট:

ঢাকায় ৬ ঘণ্টায় ঝরেছে ২৭ মিলিমিটার বৃষ্টি : রাতেও ভারি বর্ষণের আভাস

ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। নিয়ম অনুযায়ী, এটিকে ‘মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে রাতেও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টায়  আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও আশপাশের এলাকার জন্য স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বুধবার (১৮ জুন) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১-১০ মি.মি. বৃষ্টিপাতকে হালকা, ১১-২২ মি.মি. মাঝারি, ২৩-৪৩ মি.মি. মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মি.মি. ভারি এবং ৮৮ মি.মি.-এর বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।