Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

উজানের ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১ জুন ২০২৫

প্রিন্ট:

উজানের ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে

ফাইল ছবি

উজানের পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে। অনেক নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসাম এলাকায় প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিবহুল অঞ্চল মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হচ্ছে। এতে সিলেটের সীমান্ত এলাকার নদ-নদীগুলো পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার সুরমা নদী, লোভাছড়া, কানাইঘাট ও কুশিয়ারা অমলসীদে পানি বিপৎসীমার ৮০ থেকে ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জাফলংয়ের ডাউকি ও কোম্পানীগঞ্জে ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গোয়াইনঘাটের রাধানগর এলাকায় নদীর পানি উপচে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ছে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়। হাওর, বিল, খাল ও শাখা নদীগুলো পানিতে টইটুম্বুর হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে ভারতের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকা পানি আরো বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২ টা পর্যন্ত ১৮ ঘণ্টায় সিলেটে ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উজানের এলাকাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

বৃষ্টিপাতের কারণে নগরের অন্তত ১৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে রয়েছে মানুষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables