Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকায় মুষলধারে বৃষ্টি : হয়েছে বজ্রপাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ঢাকায় মুষলধারে বৃষ্টি : হয়েছে বজ্রপাত

ফাইল ছবি

রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দর, আজিমপুর, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।

সকালের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।সকাল পৌনে ৮টায় এই প্রতিবেদন লেখার সময়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল।এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer