Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

সকাল সকাল রাজধানীতে বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ১০ জুন ২০২৪

প্রিন্ট:

সকাল সকাল রাজধানীতে বৃষ্টি

ছবি- সংগৃহীত

কয়েকদিনের ভেপসা গরমের পর বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। সোমবার ভোর থেকেই মেঘের গর্জনে কেপে ওঠে ঢাকার আকাশ। সকাল সাড়ে ৭টার দিকে চারিদিক রাতের মতো অন্ধকার হয়ে যায়। সড়কে এ সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এরমাঝেই শুরু হয় বৃষ্টি। তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি।

আবহাওয়া অফিস বলছে, দুপুর ১টারমধ্যে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

ফলে ওই ৮ অঞ্চলের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer