Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

রিমাল দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপ : কমল সংকেত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২৭ মে ২০২৪

প্রিন্ট:

রিমাল দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপ : কমল সংকেত

ছবি- সংগৃহীত

শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর স্থল নিম্নচাপটি সোমবার সকাল ১০টার দিকে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তরপূর্ব দিক অগ্রসর হয়ে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে এবং পরে লঘুচাপে পরিণত হবে। এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে। 

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়ার বিশেষ (১৯) ও শেষ বিজ্ঞপ্তিতে সোমবার সকালে এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস বলছে, ঝড়ের বিপদ কেটে যাওয়ায় বন্দরের জন্য সংকেতও কমিয়ে আনা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাপিবদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer