Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

দুপুর ৩টা নাগাদ রাজধানী অতিক্রম করবে ‘রিমাল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৭ মে ২০২৪

প্রিন্ট:

দুপুর ৩টা নাগাদ রাজধানী অতিক্রম করবে ‘রিমাল’

ছবি- সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে যশোর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। যা আরও উত্তরপূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এদিকে এটি সোমবার দুপুর ৩টা নাগাদ রাজধানী ঢাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। তবে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যাবে

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাজধানী ঢাকার ওপর দিয়ে গেলেও তেমন কোনো প্রভাব ফেলবে না। সামান্য বৃষ্টিপাত হবে।’

আজিজুর রহমান বলেন, ‘ঢাকায় সকাল ৬টায় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। ভোর থেকে ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

দেশজুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ঢাকার ওপর দিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘আজ সারাদিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে। এর সঙ্গে থাকবে দমকা হাওয়া। আগামীকাল ঢাকার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।’

এই আবহাওয়াবিদ বলেন, ‘আমরা যে পথের কথা বলেছিলাম, ঘূর্ণিঝড় সেই পথ দিয়ে অতিক্রম করেছে। সাগরে যেসব ট্রলার নিরাপদে আছে, তাদের আগামী ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer