Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

যশোরে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

যশোরে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : যশোরে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে যশোরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় বধির সংঘ যশোর শাখার উদ্যোগে সকাল ১১টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাম্মী ইসলাম। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য “বাংলা ইশারা ভাষা প্রত্যেকের জন্য, বধিরদের মানবাধিকার পুনরুদ্ধার করা”

এসময় প্রেসক্লারের সামনে দিবসটি আন্তর্জাতিক দিবস করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি শফিকুর রহমান আজাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, সমগ্র বিশ্বে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের মনের ভাব বিনিময়ের জন্য ইশারা ভাষাই একমাত্র ভাষা। জাতিসংঘ ঘোষিত ও বিশ্ব বধির সংস্থার স্বীকৃতি ভাষাটি সবার শিক্ষার জন্য আহবান জানান মানববন্ধন থেকে। এসময় উপস্থিত ছিলেন, যশোর মূক ও বধির সংঘের প্রধান উপদেষ্ঠা তোফাজ্জেল হোসেন মানিক।

বহুমাত্রিক.কম