Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

ভারতের পানিতে তলিয়ে গেছে শার্শার সাড়ে ৩শ হেক্টর ফসলি জমি

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২২:৫১, ১১ আগস্ট ২০২০

প্রিন্ট:

ভারতের পানিতে তলিয়ে গেছে শার্শার সাড়ে ৩শ হেক্টর ফসলি জমি

যশোরের শার্শা উপজেলার দক্ষিণাঞ্চল ভারতীয় ইছামতি নদীতে উজানের পানিতে তলিয়ে গেছে।আউশ আমনসহ বিভিন্ন সবজি পানির নিচে ডুবে রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত ক`দিন ধরে ভারতের ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানি রুদ্রপুর খাল দিয়ে প্রবেশ করে শার্শার দক্ষিণাঞ্চলের মাঠ ঘাট তলিয়ে গেছে।এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলশী ও পুটখালী ইউনিয়নের বিল অঞ্চল তলিয়ে ভেসে গেছে ডাঙা জমির ফসল।

রুদ্রপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, প্রতিদিন আধা ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে বিলে।ইছামতির পানি খাল দিয়ে ঢুকে পড়ছে শার্শার নিম্নাঞ্চলে। খালমুখে সুইজ গেট থাকলেও তা ক্রটিপূর্ণ।পানি আটকানোর ক্ষমতা নেই।

শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু জানান, সীমান্তের ইছামতি নদী দিয়ে আসা ভারতে উজানের পানিতে দক্ষিন শার্শার ৬ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রায় সাড়ে তিনশ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

ক্ষয়-ক্ষতির পরিমাণ উপজেলা কর্মকর্তার মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।ক্ষতির অনুদান আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দেওয়া হবে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী, গোমর, পান্তাপাড়া, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের সাড়ে ৩শ হেক্টর জমি এ বছর পানিতে তলিয়ে গেছে।এতে আউশ ও আমন ধান এবং বিভিন্ন তরিতরকারির আবাদসহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে

 

বহুমাত্রিক.কম