
ছবি- সংগৃহীত
কুষ্টিয়া: ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাড়িতে এসে স্থানীয়দের তোপের মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হলেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের ওই বাড়ির সামনে থেকে পুলিশ ও র্যাব সদস্যের পাহারায় দ্রুত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় এলাকাবাসী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু`জন আহত হন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কড়া নিরাপত্তায় কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন বুয়েট ভিসি। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সেখানে ছিলেন।
কবর জিয়ারতের পর সাংবাদিকরা অধ্যাপক ড. সাইফুল ইসলামকে পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পদত্যাগের বিষয়ে কথা বলতে চাই না। আমি বুয়েট শিক্ষার্থীদের সবগুলো দাবির সঙ্গে একমত। এগুলো নিয়ে কাজ করছি।
বহুমাত্রিক.কম