Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২১ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ

সাভার : আশুলিয়ায় সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের ঘটনায় এক পোশাক শ্রমিক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেছেন।

বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের ৩ তলা বাড়ির নীচতলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোঃ রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইজু বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানাধীন পাথালীয়া গ্রামে এবং তারা দুজনেই আশুলিয়ার স্টার লিং নামের পোশাক কারখানায় চাকুরী করেন।

অগ্নিদগ্ধ লাইজু বেগমের বাবা হৃদয় হোসেন জানান, সকালে প্রতিবেশীর খবরে তারা মেয়ের বাসায় ছুটে আসেন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, মেয়ে লাইজু বেগম প্রায় ৮০ শতাংশ ও মেয়ের জামাই রফিকুল ইসলামের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়য়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতে রান্না করে সিলিন্ডার গ্যাসের চুলা ভালো মতো বন্ধ করা হয়নি। ফলে গ্যাস বের হয়ে কক্ষে ছড়িয়ে পরে। এ অবস্থায় সকালে আবার রান্না করতে গিয়ে আগুন জালালে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer