
ঢাকা : সেলফি তুলতে গিয়ে গেল ছয় বছরে সারা বিশ্বে আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস’র গবেষকরা নতুন এক গবেষণা প্রতিবেদনে এই দাবি করেছেন।
ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ২৫৯টি মৃত্যুর ঘটনার সংবাদ পেয়েছেন তারা। বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে। ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমেরি কেয়ারের জুলাই-আগস্ট সংখ্যায় এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এসব মৃত্যুর মধ্যে পানিতে ডুবে, চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে এবং উপর থেকে পড়ে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া আগ্নেয়াস্ত্র ও বিদ্যুৎস্পৃষ্টেও ঘটেছে মৃত্যুর ঘটনা।
গবেষণার প্রধান লেখক আগাম বানসাল ওয়াশিংটন পোস্টকে বলেন, সাধারণের স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেলফিজনিত মৃত্যুর ঘটনা।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ভারতে হলেও এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।
সংগৃহীত