Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩২, শনিবার ০৮ নভেম্বর ২০২৫

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

বনানীতে গৃহবধূ আত্মহত্যা

রাজধানীর বনানী থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে মোনালিসা মুন্নি (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানী থানাধীন নিয়াজুদ্দিনের টিনশেড বাড়ির  ভাড়াটিয়া কক্ষে এ ঘটনা ঘটে।

মোনালিসা মুন্নি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর কাশিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তার স্বামীর নাম রানা। পারিবারিক কলহের জেরে মোনালিসা নিজ কক্ষে ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে জানিয়েছে পুলিশ।

পরে স্বামীসহ স্বজনেরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables