Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

মন্দিরে ডিউটিরত পুলিশের গুলি চুরির ঘটনায় ওসি প্রত্যাহার, বরখাস্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

মন্দিরে ডিউটিরত পুলিশের গুলি চুরির ঘটনায় ওসি প্রত্যাহার, বরখাস্ত

ফাইল ছবি

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি ঘটনায় ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।মঙ্গলবার ডিএমপির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।

পরে সকাল পৌনে ১০টায় মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।  
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables