Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষেরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১২ জুন ২০২৫

প্রিন্ট:

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষেরা

ফাইল ছবি

ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে আগেভাগে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। যদিও ছুটি হাতে রেখেই ভিড় এড়াতে অনেকেই আগে ফিরছেন।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোতে গিয়ে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের চাপ।পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগেভাগে ঢাকায় অনেকে ফিরছেন তারা।

যাত্রীদের ভাষ্য, বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো যথাসময়ের আগেই সদরঘাটে পৌঁছেছে। তবে লঞ্চের ভেতর ও বাইরে বাড়তি যাত্রীর কোনো চাপ ছিল না। মূলত পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের উপর চাপ কিছুটা কমায় অনেকটা স্বস্তিতে ঈদযাত্রা করছেন যাত্রীরা।
 
কমলাপুর রেলস্টেশন থেকে যেমন একে একে ছেড়ে যাচ্ছে ট্রেন, ঠিক তেমনি আবার যাত্রী নিয়ে ফিরেও আসছে এক একটি ট্রেন। আবার বাস টার্মিনালগুলোতে একই রকম চিত্র দেখা গেছে।
 
এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা। তাই ঈদ শেষে ধাপেধাপে ফিরছেন তারা।