Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩২, রোববার ১৮ মে ২০২৫

নগরভবনের গেটে গেটে তালা : উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৮ মে ২০২৫

প্রিন্ট:

নগরভবনের গেটে গেটে তালা : উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

ছবি- সংগৃহীত

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে নগরভনের মূল ফটকসহ অন্য সব বিভাগের গেটে গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগরভবনে। সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে।

রোববার অন্যান্য দিনের মতো আজও অবরুদ্ধ আছে নগরভবন। সব ধনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে।

এদিকে নগরভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করে নানান স্লোগান দিয়ে যাচ্ছে।

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগরভবনে যাননি তিনি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকপন্থিরা। নগরভবনে মূল ফটক আটকে এর সামনে অবস্থান নিয়েছে তারা। ফলে নগরভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবাগ্রহীতার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগরভবনের সামনে জড়ো হয়েছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাককের শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাচ্ছে তারা। এ সময় শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ ছাড়া অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ, আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে নাসহ নানান স্লোগানে দিচ্ছে তারা।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা চাই আমরা।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলাপ শাহ মাজার হয়ে গুলিস্তান, প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে আসে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer