Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

পুলিশের কাছে বড়জোর শটগান থাকবে: আইজিপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১৩ মে ২০২৫

প্রিন্ট:

পুলিশের কাছে বড়জোর শটগান থাকবে: আইজিপি

ফাইল ছবি

পুলিশের হাত মারণাস্ত্র না দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনীর আর কখনো হত্যাকারী বাহিনী হবে না।

মঙ্গলবার বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

আইজিপি বলেন, ‘যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাবো। তবে সবার সঙ্গে আলোচনার করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স।’

পুলিশ প্রধান আরও বলেন, ‘আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। তবে যেসব বিশেষ জায়গাগুলোতে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। সে সব ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables