Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু 

মোঃ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১৩ জুন ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু 

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান।

শিশুরা হল- ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮)।

 রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে। তাকে উদ্ধার করতে নামলে একে একে ভেসে উঠে আরও দুই শিশুর লাশ।

স্থানীয়দের ধারণা, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান এই জনপ্রতিনিধি।

ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”