Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

আশুলিয়ায় নিজ ঘরে হত্যার শিকার দম্পতিসহ শিশু সন্তান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

আশুলিয়ায় নিজ ঘরে হত্যার শিকার দম্পতিসহ শিশু সন্তান

ফাইল ছবি

আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাক শ্রমিক এক দম্পতি ও তাদের শিশু ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার  রাতে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।

নিহতরা হলেন- মোক্তার হোসেন বাবুল (৫০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৪০)। এই দম্পতির ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।এই দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের লাশ দেখতে পেয়েছি। পাশের ঘরে হাত-পা বাধা অবস্থায় বাবুলের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে।যাছাই-বাছাই করা হচ্ছে। তবে হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer