-প্রয়াত কৃষ্ণা হোড়
বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি এবং বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস হোড়ের স্ত্রী কৃষ্ণা হোড় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম শহরের বাসায় লোকান্তরিত হন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
দুই পুত্র সন্তানের জননী কৃষ্ণা হোড় দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (২৬ এপ্রিল ২০২৩) সকাল ৯টায় প্রয়াত কৃষ্ণা হোড়ের অন্তেষ্টিক্রিয়া চট্টগ্রামের বলুয়ার দীঘি শ্মশানে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।
কৃষ্ণা হোড়ের প্রয়াণে গভীর শোক জানিয়েছেন, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. উত্তম কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এক শোকবার্তায় তারা প্রয়াতের পূণ্যস্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।