Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

লোকসঙ্গীতে প্রাণ জাগিয়ে অকালেই ঝরে গেলেন কালিকাপ্রসাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৭ মার্চ ২০১৭

আপডেট: ২৩:৩২, ১৬ মার্চ ২০১৭

প্রিন্ট:

লোকসঙ্গীতে প্রাণ জাগিয়ে অকালেই ঝরে গেলেন কালিকাপ্রসাদ

ঢাকা : বাংলা লোকসঙ্গীত ব্যান্ড `দোহার`-এর মুখ্য গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

কলকাতা থেকে বীরভূমের সিউড়ি শহরের দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি উল্টে যায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুড়াপে। গাড়িতে কালিকাপ্রসাদ ছাড়া আরও ৫ জন যাত্রী ছিলেন। সবাইকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছনর আগেই মৃত্যু হয় কালিকাপ্রসাদের, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
বাকি ৫ জনেরও গুরুতর আঘাত লেগেছে।

মি. ভট্টাচার্য আদতে আসামের শিলচরের মানুষ। বড় হওয়া, সঙ্গীত শিক্ষা - সবই সেখানে। কলকতায় ১৯৯৯ সালে আরও কয়েকজন বন্ধু গায়ক-যন্ত্রীর সঙ্গে তিনি তৈরি করেছিলেন `দোহার` ব্যান্ড।

পশ্চিমবঙ্গ, উত্তরপূর্বাঞ্চল এবং বাংলাদেশের নানা ধরণের লোকসঙ্গীত সংগ্রহ করে সারা পৃথিবীর বাঙালীদের কাছে পরিবেশন করত `দোহার`।

সঙ্গীত পরিবেশন ছাড়াও লোকসঙ্গীত নিয়ে গবেষণাও করতেন কালিকাপ্রসাদ।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভুবন মাঝি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি।তাঁর স্ত্রী এবং শিশুকন্যা রয়েছে। বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer