Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১১ ১৪৩২, বুধবার ২৭ আগস্ট ২০২৫

দেহদানের সিদ্ধান্ত পরিবর্তন করে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৫ মার্চ ২০২৫

প্রিন্ট:

দেহদানের সিদ্ধান্ত পরিবর্তন করে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

ফাইল ছবি

ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তিনি ২০২১ সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। সম্প্রতি কবীর সুমন তার ফেসবুকে জানালেন, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা।

মরণোত্তর দেহদান নয় বরং ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়ক। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

কবীর সুমন তার ফেসবুকে লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

এই গায়ক ইচ্ছা প্রকাশ করেছেন, কলকাতার মাটিতেই যেন তার দাফনকার্য সম্পন্ন হয়। তিনি লেখেন, ‘আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

সবশেষে কবীর সুমন লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।

বছরখানেক আগে দেহদানের কথা ঘোষণা করে এক ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছিলেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।’ এবার দেহদানের অঙ্গীকারপত্রের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন ‘মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই- গতকাল, ২২.০৯.২১ সন্ধে।’

১৯৯২ সালে গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশের পর জনপ্রিয় হয়ে ওঠেন কবীর সুমন। আধুনিক বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables