Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শনিবার ০৩ জানুয়ারি ২০২৬

লাইফ সাপোর্টে হাসান আবিদুর রেজা জুয়েল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২৫ জুলাই ২০২৪

প্রিন্ট:

লাইফ সাপোর্টে হাসান আবিদুর রেজা জুয়েল

ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী ও টিভি অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শিল্পীর ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, গত মঙ্গলবার রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। বর্তমানে জুয়েল ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল ক্যানসারে রোগী। গেল দুই মাসে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। সংগীত ক্যারিয়ারে দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।

Walton
Walton