Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

কবি আতাউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ২৭ জুন ২০১৯

প্রিন্ট:

কবি আতাউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে কবি আতাউর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার আক্কেলপুর পৌর সদরের কবি আতাউর রহমান বিদ্যানিকেতনে বরেণ্য কবি আতাউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন কবির জেষ্ঠ্যপুত্র মেহের আখতার শেলী, দৌহিত্র মোঃ রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগড়ওয়ালা, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।

কবি তাঁর জীবদ্দশায় ইদানিং রংঙ্গমঞ্চ, নীষাদ নগরে আছি, কবি নজরুল সমীক্ষা ইত্যাদি রচনা করে খ্যাতি অর্জন করেন। আক্কেলপুর সরকারি এম,আর কলেজের প্রভাষক নূরে আলম সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠান শেষে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও জিয়ারত করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables