Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ হয়ে কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২২ মে ২০১৯

প্রিন্ট:

গুরুতর অসুস্থ হয়ে কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

ঢাকা : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কবি হেলাল হাফিজ।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। কবি হাসান হাফিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসান হাফিজ জানান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে হেলাল হাফিজকে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার জ্বর হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Walton
Walton