Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

ময়মনসিংহে বিভাগীয় বইমেলার উদ্বোধন শুক্রবার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ১৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহে বিভাগীয় বইমেলার উদ্বোধন শুক্রবার 

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বৃহস্পতিবারময়মনসিংহে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেছেন। 

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, পাঠ্যাভ্যাস অমিত সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। মানুষের মস্তিষ্ককে আলোকিত করে। আলোকিত মানুষ তৈরি করতে সহায়তা করে। আর বইমেলা মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলে, বইয়ের প্রতি মমত্ববোধ তৈরি করে। বইমেলা আয়োজনে এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং বইমেলা সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। 

আগামী ১৫ থেকে ২২ নভেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।

সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারসহ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables