Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ আপিল বিভাগে স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৭ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ আপিল বিভাগে স্থগিত

ঢাকা : গ্রীন লাইন পরিবহনের বাসের নিচে পা হারানো রাসেল সরকারকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। পাঁচ লাখ টাকার মাসিক কিস্তিতে রাসেলকে এই টাকা দিতে আদেশ ছিল পরিবহন সংস্থাটির ওপর।

গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, এ ব্যাপারে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আপিল বিভাগের স্থগিতাদেশ কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, যে প্রক্রিয়ায় রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হয়েছিল, তা সঠিক ছিল না। রাসেলের চিকিৎসার জন্য সাড়ে তিন লাখ টাকা ও দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত বছর ৪ এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছর বয়সী রাসেল সরকার। বাস চালকের সঙ্গে বিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়েছিল সেদিন।