Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বার কাউন্সিলে সুযোগ চেয়ে স্ট্যামফোর্ডের ৪১ শিক্ষার্থীর রিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ১৫:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বার কাউন্সিলে সুযোগ চেয়ে স্ট্যামফোর্ডের ৪১ শিক্ষার্থীর রিট

ঢাকা: বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আইন বিষয়ে উত্তীর্ণ ৪১ শিক্ষার্থী। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রিটটি দায়ের করা হয়।

রিট দায়েরের পর সোমবার তাদের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ সত্ত্বেও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দিচ্ছে না। এ কারণে রিট করা করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনে বিবাদী করা হয়েছে আইন সচিব, শিক্ষাসচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্যকে (ভিসি)।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables