Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিসিবি পরিচালক লোকমান আদালতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বিসিবি পরিচালক লোকমান আদালতে

ঢাকা : মাদকদ্রব্য আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে আদালতে নেয়া হয়েছে। তেজগাঁও থানায় দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে থানা থেকে পুলিশের একটি জিপে করে লোকমান হোসেনকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। গতকাল রাতেই তাকে র‌্যাব-২ থেকে তেজগাঁও থানায় হস্তান্তরের পর অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এর আগে বুধবার রাতে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে লোকমানকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততা র‌্যাবের কাছে স্বীকার করেন তিনি। ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকার বেশির ভাগ অস্ট্রেলিয়ায় দুই ব্যাংকে লোকমান জমা করেছেন বলেও স্বীকার করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables