Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

কারাগারে গান বাংলার তাপস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

কারাগারে গান বাংলার তাপস

ছবি- সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন ও জামিনের আবেদনের শুনানির দিন আগামী ৭ নভেম্বর ঠিক করেছেন আদালত।

সোমবার উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ এ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।

এর আগে আজ রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে মামলা দায়ের করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables