Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

আদালতে দোষ স্বীকার করে সেলেস্তির জবানবন্দী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৩ জুন ২০২৪

আপডেট: ২১:০৯, ৩ জুন ২০২৪

প্রিন্ট:

আদালতে দোষ স্বীকার করে সেলেস্তির জবানবন্দী

ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশে অপহরণের মামলার অন্যতম আসামি সেলেস্তি রহমান ওরফে শিলাস্তি রহমান (২২) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার রিমান্ড চলাকালে শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। রাত ৮ টা ৪০ মিনিটে সেলেস্তির জবানবন্দী গ্রহণ শেষ হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, শিলাস্তি রহমানসহ তিনজনের গত ২৪ মে আটদিন এবং ৩১ মে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর দুই আসামি হলেন—শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬) এবং তানভীর ভূঁইয়া (৩০)।

এর আগে, গত ২২ মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer