Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৬ ১৪৩১, শুক্রবার ২১ মার্চ ২০২৫

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ১৩ মার্চ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ১৩ মার্চ

ফাইল ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার  ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসেনের আদালতে মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আগামী ১৩ মার্চ নতুন দিন ধার্য করেন আদালত।  

এ মামলার আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম  ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যান। বিকেল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা স্বর্ণের চুড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। এ ঘটনায় ওই দিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer