Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি নিয়েছে মালয়েশিয়ার ২ কোম্পানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ২৫ জুলাই ২০২০

প্রিন্ট:

নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি নিয়েছে মালয়েশিয়ার ২ কোম্পানি

বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার দুটি কোম্পানি বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি গ্রহণ করেছে।শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ার এ দুটি কোম্পানি ১২৮১ জন বাংলাদেশি শ্রমিককে কিস্তিতে ১৭ হাজার ৫০০ রিংগিত দিতে শুরু করেছে। যা তাদের নিয়োগ ব্যয় হিসেবে ধরা হয়েছে।অন্যান্য আরও অনেক কোম্পানিকে একই ব্যবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

তবে, প্রাথমিক পর্যায়ে লে-অফে থাকা ১২৭ কর্মীকে অন্য একটি কোম্পানিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables