Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস: রানী ম্যাক্সিমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১১ জুলাই ২০১৯

প্রিন্ট:

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস: রানী ম্যাক্সিমা

ছবি- সংগৃহীত

ঢাকা : বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস সরকার। কোন কোন খাতে বিনিয়োগ বাড়ানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সফররত নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা।

সকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ি প্রতিনিধিদের সাথে বৈঠকে ডেল্টা পরিকল্পনা সফল করতে সরকারের সাথে কাজ প্রতিশ্র“তিও দেন নেদারল্যান্ডের রানী।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কুইন ম্যাক্সিমা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

এসময়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন রানী ম্যাক্সিমা। ই-কমার্স, তথ্য-প্রযুক্তি ও মোবাইল খাতে সহায়তার প্রতিশ্র“তি দেন তিনি।

বাংলাদেশের শতবর্ষ মেয়াদী নদী, পানি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্র“তি দেন নেদারল্যান্ডসের রানী।

বৈঠকে বাংলাদেশের গ্রাহক পর্যায়ের লেনদেন আধুনিকায়নে সহযোহিতার আগ্রহও প্রকাশ করেন নেদারল্যান্ডসের রানী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer