Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ১০ জুন ২০২৪

প্রিন্ট:

কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন মোদি

ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরে কোনো পরিবর্তন আনা হয়নি।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ সিং, পররাষ্ট্রে এস জয়শঙ্কর ও অর্থ মন্ত্রণালয়ে নির্মলা সীতারামণই থাকছেন।

*স্বাস্থ্য মন্ত্রণালয় সামলাবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

*মোদির আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য অশ্বিনী বৈষ্ণব। এবারও তাকে একই দায়িত্ব দেওয়া হয়ে। সেই সঙ্গে তার কাছে থাকছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

*সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন আগের মতোই নিতিন গডকড়ী। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা।

*কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান।

*পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন গাজেন্দ্র সিং শেখাওয়াত।

*বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী করা হয়েছে কিনজারাপু রামমোহন নাইডুকে।

*মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

*মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবী।

গতকাল রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হয়েছে তাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer