
ছবি- সংগৃহীত
সোমবার প্রাদেশিক রাজধানী ইম্ফলের একটি বাজারে সংঘর্ষের সূত্রপাত। এতে আহত হন বেশ কয়েকজন। আগুন ধরিয়ে দেয়া হয় বাজারের শতাধিক দোকান ও যানবাহনে। লুটপাট চলে বেশ কিছু বাড়িতে। এর পরপরই ওই এলাকায় জারি হয় কারফিউ।
ইম্ফল থেকে রাজ্যের অন্য অংশে অত্যাবশ্যকীয় পণ্য লুট ঠেকাতে রাস্তায় নামে সেনা-আধাসেনা জওয়ান। সোমবারের এ ঘটনায় এক সাবেক বিধায়কসহ অন্তত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে চাকরিতে সুযোগ-সুবিধা নিয়ে সংখ্যাগরিষ্ঠ মেইতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে চলমান বিরোধ চরম সহিংস আকার ধারণ করে।
নিহত হয় ৭০ জনের বেশি। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয় ২৩ হাজারের বেশি মানুষ। তাদের অনেকেই এখনও ফিরতে পারেননি নিজ বাড়িতে।